Do not hesitage to give us a call. We are an expert team and we are happy to talk to you.
+8801308407027 / +8801813087877
info@sinbadbd.com/ashraful2649@gmail.com
টিম সিনবাদের রেগুলার ট্যুরে প্রতি ট্যুরগ্রুপে সদস্য সংখ্যা হয়ে থাকে ২০জন থেকে ৩০ জন। গ্রুপে গ্রুপলিডার হিসেবে যিনি থাকবেন তিনি গ্রুপকে পরিচালনা করবেন। আমাদের সকল গ্রাহকদের চাহিদা আগে জেনে নেয়া হয়। এবং সেই চাহিদা অনুযায়ী সেবা দেয়া হয়ে থাকে। ট্যুরের আগে ট্যুরের বিস্তারিত বর্ননা এবং গ্রাহকের চাহিদার বিবরণের একটি লিখিত কপি গ্রাহকের হাতে দেয়া হয়। আরেকটি কপি আমাদের কাছে থাকবে।
বিশেষ দ্রষ্টব্য:
আমরা কেবল উন্নত, উদার মানসিকতা সম্পন্ন ও পর্যটনবান্ধব অতিথিই প্রত্যাশা করি। একটি ট্যুরে একে অপরকে আপন ভাবার প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ।
ঢাকাঃ আব্দুল্লাহপুর/সায়দাবাদ/এয়ারপোর্ট/আরামবাগ/পান্থপথ/ফকিরাপুল
কুমিল্লাঃ বিশ্বরোড/ ক্যান্টনমেন্ট/ নূরজাহান রেস্টুরেন্ট/মিয়ামি রেস্টুরেন্ট/জমজম রেস্টুরেন্ট।
ফেনীঃ মহিপাল
রাত ৯ঃ০০টা/১০ঃ০০টা/১০ঃ৩০টা/১১ঃ০০টা। (ট্যুরের আগের দিন কল করে টাইম জানিয়ে দেয়া হয়)
সবাইকে ট্যুরের আগের দিন মোবাইলে কল করে পিক আপ পয়েন্ট বলে দেয়া হবে। পিক আপ পয়েন্টে নির্ধারিত সময় সবাই একত্রিত হয়ে পরিচিত হয়ে নিবো। এরপর সবাই মিলে গ্রুপ ফটোসেশান (যাদের আপত্তি থাকবে তারা অংশ নাও নিতে পারেন)। বাসে নিজের নির্ধারিত আসন বুঝে নিয়ে যাত্রা আরম্ভ হবে।
খুব ভোরে বাস থেকে নেমে হোটেলে চেক ইন করে নিবো। হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পরবো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট শেষে কিছুক্ষণ বিশ্রামের সময়। বিশ্রাম শেষে সবাই মিলে চলে যাবো বিশ্বের সবচাইতে দীর্ঘ সমুদ্র সৈকতকে নিজের চোখে দেখতে। বীচে পানিতে লাফালাফি, বীচ গেম (ফুটবল, দড়িটানা,বলিবল) ইত্যাদির মাধ্যমে দুপুরের খাবার সময় হয়ে যাবে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নিবো। বিকালে ঘুরে দেখব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আশে পাশের সুন্দর জায়গা গুলো । সন্ধ্যায় সূর্যাস্ত দেখব বিচ থেকে। এর পর চলে যাব কেনাকাটার জন্বায বার্মিজ মার্কেট।
খুব ভোরে ঘুম থেকে উঠে হিমছড়ির উদ্দ্যেশ্যে বেরিয়ে পরবো। স্বপ্নের মেরিন ডড়াইভ রোড দিয়ে হিমছড়ির দিকে এগিয়ে যাবে আমাদের গাড়ি। একদিকে পাহাড়,অন্যদিকে সমুদ্র এমন এক অপরুপ দৃশ্যের সাক্ষী হয়ে আছে আমাদের স্বপ্নের মেরিন ড্রাইভ। হিমছড়ির পাহাড় থেকে সমুদ্রের অপরুপ দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। হিমছড়ি পাহাড়, ঝর্না দেখে চলে যাবো ইনানী বীচে। অন্যান্য সকল বীচের তুলনায় কম ভীড় এবং পরিচ্ছন্ন হওয়ায় ইনানী বীচ অধিক সমাদৃত। ইনানী ঘুরা শেষে আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ শেষে চলে যাবো রামু বৌদ্ধ মন্দির ঘুরতে। রামু বৌদ্ধ মন্দির ঘুরে ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়ে ফেলবো।
নিজেদের মধ্যে ট্যুরের স্মৃতি বিনিময় করতে করতে ঢাকার পথে বাসযাত্রা। পতিমধ্যে কুমিল্লায় হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রাবিরতি হবে। ইনশাআল্লাহ ভোর ৬ঃ০০টা থেকে ৭ঃ০০টার মধ্যে ঢাকায় পৌছে যাবো।
It Was Great Time With Team Sinbad.